Saturday, May 17, 2025

লকডাউনের জেরে হস্টেলে আটকে পড়েন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবার তাঁদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে ছাত্র সংসদ।

নির্দেশিকায় ডিন অফ স্টুডেন্টস প্রফেসর সুধীরপ্রতাপ সিং লেখেন, “মার্চেই পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু লকডাউন অনেক পড়ুয়া হস্টেলে থাকার অনুরোধ জানান। à§§ জুন থেকে আরও ২০০টি ট্রেন চালানো হবে। তাছাড়া, বাস ও ট্যাক্সি পরিষেবাও চালু করেছে দিল্লি সরকার। কিছু রাজ্যের সরকার পড়ুয়াদের ফেরাতে পরিবহনের ব্যবস্থা করছে।”

ছাত্র সংসদের বক্তব্য, মহামারির মধ্যে ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই পরিস্থিতিতে কোথাও যাওয়া বিপজ্জনক। তাই ক্যাম্পাসে থাকতে দেওয়া উচিত পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ পড়ুয়াদের সুরক্ষার বিরুদ্ধে কথা বলছে। করোনা মোকাবিলায় দেশের লড়াইয়ের পরিপন্থী এই সিদ্ধান্ত।” এই বিরোধিতার পাল্টা জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয়। তাদের মতে, বিশ্ববিদ্যালয় কিছু স্বঘোষিত ছাত্রনেতা আছে কর্তৃপক্ষের যে কোনও নির্দেশের বিরোধিতা করে।

Related articles

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...
Exit mobile version