Sunday, May 18, 2025

লকডাউনে পুরো বেতন নিয়ে সংস্থার আবেদন, সাতদিনের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

Date:

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন দেওয়া থেকে অব্যাহতি চেয়ে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । এ প্রসঙ্গে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত । মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সরকারকে এই বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ, সরকারের ঘোষিত লকডাউনের প্রভাব পড়েছে বহু মানুষের ওপর। বেশ কিছু সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার কারণে তারা কর্মীদের পুরো বেতন দিতে পারবে না । রাতারাতি বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার সময় সংস্থাগুলির উদ্দেশ্যে এই কঠিন সময়ে কর্মীদের চাকরি সুরক্ষিত রাখার বিষয় নিয়ে আর্জি জানিয়েছিলেন ।মার্চ মাসেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশ জারি করা হয়েছিল । স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নির্দেশে জানিয়েছিলেন, কর্মীদের চাকরির সুরক্ষা ও তাঁদের পুরো বেতন দেওয়া বাধ্যতামূলক। যদিও এই নির্দেশের পর মাথায় হাত পড়ে যায় সংস্থাগুলির। তাদের যুক্তি ছিল, লকডাউনের সময় তাদের ব্যবসা ধাক্কা খেয়েছে এবং এখন তাদের হাতে কর্মীদের পুরো বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

মে মাসের শেষের দিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের সময় নতুন নির্দেশিকা নিয়ে আসে সরকার। সেখানে বলা হয়, ‘‌দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ১০ (২) (আই) এর অধীনে জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক জারি করা সমস্ত আদেশ ১৮মে থেকে কার্যকর হওয়া স্থগিত রাখা হবে।’‌
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, ‘‌সরকার à§§à§­ মে একটি নতুন বিজ্ঞপ্তি পাস করেছে, যা ২৯ শে মার্চের এমএইচএ বিজ্ঞপ্তিকে অতিক্রম করেছে, যা এই মামলাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।’‌
সুপ্রিম কোর্ট এদিন কর্মীদের পুরো বেতন দেওয়ার বিষয়ে সরকারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version