প্রশাসক বসানো নিয়ে কান্দি পুরসভায় রাজনৈতিক তরজা তুঙ্গে

কান্দি পুরসভার প্রশাসক বসানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মঙ্গলবার থেকে প্রশাসক হিসেবে বসানো হয় কান্দি পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অপূর্ব সরকারকে। এবং প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অজয় বড়ালকে বসানো হয়।

কান্দি পুরসভার মোট আসন সংখ্যা ১৮টি। ২০১৫ সালে পুর নির্বাচনে ১৩টি আসনে জয়লাভ করে কংগ্রেস। ৩টি আসনের তৃণমূল কংগ্রেস। ২টিতে বাম সমর্থিত নির্দল
প্রথমে কংগ্রেস বোর্ড গঠন করে। পরে তৃণমূলে যোগদান করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।
প্রাক্তন নির্দল কাউন্সিলরের অভিযোগ, তাঁরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কোনও নোটিফিকেশন জানতে পারেননি। বিরোধী থাকা সত্ত্বেও বিরোধীদের সম্মান দেওয়া হয় না। তাদের কোনও কিছু জানানো হয়নি। তাঁর দাবি এসডিও-কে প্রশাসক হিসেবে বসানো হোক।
বিজেপি নেতা দাবি করেন, সর্বদল বৈঠক করে প্রশাসক বসানো উচিত। এবিষয়ে তাঁরা আইনি লড়াইয়ে যাবেন বলে জানান তিনি।

Previous articleনা জানিয়েই ট্রেন, রেলের আচরণে ক্ষুব্ধ নবান্ন
Next articleজল বাড়ছে তোর্সায়, চিন্তা বৃদ্ধি কোচবিহারের