বাংলা না পারলেও, পেরেছে যোগীর উত্তরপ্রদেশ। এই লকডাউনের মধ্যেও নিজের রাজ্যে ২৪ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ তৎপর হয়েছে। এদের মধ্যে ১৫.৫২ লক্ষ শ্রমিক ফিরেছে ১১৭৪টি ট্রেনে করে। এছাড়া বাস ও অন্যান্য যানে ঘরে ফিরেছেন পরিযায়ীরা।উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব অবনীশ অবস্তি জানিয়েছেন , ‘লকডাউনের সময়ে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৬ লক্ষ পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তরপ্রদেশ ফিরেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড । পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১,১৯৯ টি ট্রেন অনুমোদন করেছে সরকার।
এই ট্রেন পরিষেবা দেওয়ার আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে ট্রেনের কোচগুলির স্যানিটাইজেশন সবই করা হয়েছে নিয়ম মেনে। যাত্রীদের বিনামূল্যে খাবার ও জলও দেওয়া হয়েছে দক্ষিণ-মধ্য রেল-এর পক্ষ থেকে । যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ট্রেনগুলিতে ছিলেন একাধিক পুলিশ আধিকারিক।
পরিসংখ্যান বলছে , ১ মে থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে ২,৩১৭টি শ্রমিক স্পেশাল ট্রেনে ৩১ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানো হয়েছে, যার সিংহভাগই ফিরেছে উত্তরপ্রদেশে ।
