উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের

ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিনরাজ্য থেকে মালদহে ফেরার পথে উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। আহত বেশ কয়েকজন শ্রমিক।

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকার এপি জাতীয় সড়কে।আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের পরিযায়ীদের গ্রামে। পরিবারের দাবি, এই পরিস্থিতে অসহায় তাঁরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম মহবুল আলি(২৮) ও জাহির আলী (৩২)। তবে মৃত বাস চালকের নাম জানা যায়নি।

পরিযায়ী শ্রমিক মহম্মদ সাকিল ও ইরফান আলিরা জানান, এদিন চাঁচল মহকুমার প্রায় ৩১ জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে দিল্লি থেকে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ হয়ে মালদার চাঁচল মহকুমায় আসার পথে ফিরোজাবাদ এলাকায় এপি জাতীয় সড়কে বাসের টায়ার পাংচার হয়ে যায় বলে জানান। চালক সহ বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বাস থেকে নেমে যায়।চালক পাংচার সারার সময় পিছন দিক দিয়ে অপর একটি বাস সজোরে ধাক্কা মারলে বাস চাপা পড়ে চালক ঘটনা স্থলে মারা যায় বলে জানান ।

Previous articleক্ষতিগ্রস্ত এলাকা দেখতে চলতি সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল
Next articleস্কুল খোলা নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! জানতে পড়ুন এই প্রতিবেদন