সমীর পুততুন্ড

২৪ মে কুলতলীর ঢাকির মুখ-এ দেবীপুর যাওয়ার পথে মণি নদীর ওপর মণি ব্রীজের মুখে, নদী বাঁধে এবং রায়দীঘি-র নালুয়া রাধাকান্তপুর মণিরতট চুপরিঝাড়ার পথে রাস্তার বিভিন্ন দৃশ্য। মথুরাপুর রেল ষ্টেশনের পাশে দক্ষিণ বিষ্ণুপুর রেলগেট দুমরে মুচড়ে আছে। পিডিএস প্রতিনিধি দলে সমীর পুততুন্ড ছাড়াও ছিলেন জেলা নেতা এবং রাজ্য কমিটির সদস্য মঙ্গল মিস্ত্রি এবং সঞ্জীব নস্কর। সাথে ছিলেন এসএসসি কর্মী সুজিত ঠাকুর এবং গাড়ির চালক তপন দাস।

২৫ মে পাথরপ্রতিমার নদী সংলগ্ন বিভিন্ন গ্রামের আমফান বিধ্বস্ত এলাকার মানুষের সাথে এলাকা ঘুরে দেখছেন পিডিএস নেতৃবৃন্দ। বিডিও রথীন চন্দ্র দে এবং জয়েন্ট বিডিও রভিস সৌরভ-এর সাথে আলোচনা শেষে পাথরপ্রতিমা বিডিও অফিস থেকে বেড়িয়ে রামগঙ্গায় নদী বাঁধ ভাঙন দেখছেন সমীর পুততুন্ড, দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতা এবং রাজ্য কমিটির সদস্য বাপ্পা দাস, সঞ্জীব নস্কর, সব্যসাচী নস্কর এবং এস এসসি কর্মী সুজিত ঠাকুর ও পাথরপ্রতিমার বাসিন্দা প্রদীপ পুরকাত।

Previous articleপরিযায়ী শ্রমিকদের নিয়ে কী কী পদক্ষেপ কেন্দ্র-রাজ্যের? জানাতে চাইল সুপ্রিম কোর্ট
Next articleঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুলে কীভাবে পরীক্ষা? সমীক্ষা জেলা স্কুল শিক্ষা দফতরের