পরিযায়ী শ্রমিকদের নিয়ে কী কী পদক্ষেপ কেন্দ্র-রাজ্যের? জানাতে চাইল সুপ্রিম কোর্ট

লকডাউনের জেরে কাজের জায়গায় আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। একদিকে কাজ নেই, অপরদিকে খাদ্য সংকট। ফলে বাড়ি ফিরে আসতে চাইছেন তাঁরা। আর তাতেই বিভিন্ন রকম বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কী কী পদক্ষেপ করেছে? সে সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত।

মঙ্গলবার, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে। ২ দিনের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
করোনার সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। এরই জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা। আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। কিন্তু এখনও অনেকেই সড়কপথে হেঁটে, সাইকেলে বা পণ্যবাহী ট্রাকে চড়ে ঘরে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

Previous articleসীমান্ত সংঘাত সামাল দিতে মনমোহনের পথে মোদি!
Next articleসমীর পুততুন্ড