Saturday, August 23, 2025

ভারতের সঙ্গে চরমে পৌঁছেছে চিনের সংঘাত। লাদাখ সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। লাদাখের পাশাপাশি সিকিমের নাকুলা পাসেও দুই বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি, পাথরবৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং তাঁর দেশের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে।

এই পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেখানো পথ বেছে নিতে পারেন নরেন্দ্র মোদি। এমনটাই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। মনমোহন সিং এর আমলে ২০১২ সালে ওয়ার্কিং মেকানিজম বা সীমান্তে কার্যপদ্ধতি মেনে চলার চুক্তি হয় চিন ও ভারতের মধ্যে। সেই চুক্তিতে সই করেছিলেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত এবং বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে এই চুক্তি তৈরি হয়েছিল। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দীর্ঘ আলোচনার পর চুক্তি তৈরি হয়। দুই দেশের যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের এই কার্যপদ্ধতি মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এই কার্য পদ্ধতি মেনে চলার জন্য ১২টি বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে।

বর্তমানে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা এই পথে হাঁটতে পারেন মোদি। সীমান্ত সংঘাত এড়ানোর এই ক্ষমতা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে পারেন পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

Related articles

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version