Thursday, November 6, 2025

ভারতের সঙ্গে চরমে পৌঁছেছে চিনের সংঘাত। লাদাখ সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। লাদাখের পাশাপাশি সিকিমের নাকুলা পাসেও দুই বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি, পাথরবৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং তাঁর দেশের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে।

এই পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেখানো পথ বেছে নিতে পারেন নরেন্দ্র মোদি। এমনটাই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। মনমোহন সিং এর আমলে ২০১২ সালে ওয়ার্কিং মেকানিজম বা সীমান্তে কার্যপদ্ধতি মেনে চলার চুক্তি হয় চিন ও ভারতের মধ্যে। সেই চুক্তিতে সই করেছিলেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত এবং বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে এই চুক্তি তৈরি হয়েছিল। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দীর্ঘ আলোচনার পর চুক্তি তৈরি হয়। দুই দেশের যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের এই কার্যপদ্ধতি মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এই কার্য পদ্ধতি মেনে চলার জন্য ১২টি বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে।

বর্তমানে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা এই পথে হাঁটতে পারেন মোদি। সীমান্ত সংঘাত এড়ানোর এই ক্ষমতা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে পারেন পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version