Tuesday, May 6, 2025

ভারতের সঙ্গে চরমে পৌঁছেছে চিনের সংঘাত। লাদাখ সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। লাদাখের পাশাপাশি সিকিমের নাকুলা পাসেও দুই বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি, পাথরবৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং তাঁর দেশের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে।

এই পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেখানো পথ বেছে নিতে পারেন নরেন্দ্র মোদি। এমনটাই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। মনমোহন সিং এর আমলে ২০১২ সালে ওয়ার্কিং মেকানিজম বা সীমান্তে কার্যপদ্ধতি মেনে চলার চুক্তি হয় চিন ও ভারতের মধ্যে। সেই চুক্তিতে সই করেছিলেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত এবং বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে এই চুক্তি তৈরি হয়েছিল। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দীর্ঘ আলোচনার পর চুক্তি তৈরি হয়। দুই দেশের যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের এই কার্যপদ্ধতি মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এই কার্য পদ্ধতি মেনে চলার জন্য ১২টি বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে।

বর্তমানে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা এই পথে হাঁটতে পারেন মোদি। সীমান্ত সংঘাত এড়ানোর এই ক্ষমতা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে পারেন পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

Related articles

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায়...

মুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath...

টালা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোডাউন! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আহত ৪

ঘুমের মাঝেই মারাত্মক কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ। উত্তর কলকাতার (North Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের...
Exit mobile version