Thursday, November 13, 2025

অবশেষে মায়ের শেষকৃত্যে মধুদা, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

অবশেষে মায়ের মরদেহের পাশে পৌঁছেছেন মধুদা।

মঙ্গলবার সন্ধে থেকে নানাভাবে চেষ্টা চলছিল।

শেষপর্যন্ত বুধবার পড়ন্ত বিকেলে প্রয়াত মা পারুলবালা মন্ডলের মরদেহের পাশে পৌঁছলেন মাওবাদী অভিযোগে বন্দি মধুসূদন মন্ডল।

হলদিয়ার দুর্গাচকের বাড়িতে।

এই পোস্ট যখন করছি, তখন সেখানে প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি থামলে শ্মশান যাবেন তাঁরা। দাহ শেষের পর মধুদা ফিরবেন কলকাতার প্রেসিডেন্সি জেলে।

মঙ্গলবার ছিল জটিল পরিস্থিতি।
ইএসআই হাসপাতাল চিকিৎসার সূত্রে তাঁর মাকে পাঠিয়েছিল কলকাতার এক নার্সিংহোমে। সেখানেই তিনি মারা যান।

মধুদা প্রেসিডেন্সি জেলে বন্দি। তিনি খবর পাননি।

মধুদার স্ত্রী, কন্যা ও পুত্র শুভম দুর্গাচকের বাড়িতে। সেখানেই ফোনে দুঃসংবাদ পেয়েছে। কিন্তু তারা করবে কী?

সন্ধে থেকেই চেষ্টা শুরু।
মরদেহ রাখতে হবে।
মধুদাকে বার করতে হবে।

শুভমের ফোন পাওয়ার পর যাঁদের সাহায্য চেয়েছি, সকলেই সহযোগিতা করেছেন।
মন্ত্রী সুজিত বসু ওই নার্সিংহোমেই মরদেহ রাখার ব্যবস্থা করিয়েছেন।
সিনিয়র সাংবাদিক কণাদ দাশগুপ্ত কথা বলে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে। এই লকডাউন পরিস্থিতিতে রাতারাতি কোর্টে যাওয়া কঠিন। জেল কর্তৃপক্ষই বিশেষ অনুমতি দিক মধুদাকে।

সেইমত সকালে মধুদার ছেলে শুভম হলদিয়া থেকে বাবাকে ছাড়ার আবেদন নিয়ে পৌঁছয় প্রেসিডেন্সি জেলে।
দূর থেকে আসা এক সদ্য যুবা এহেন বিষয়ে হাজির হলে মসৃণভাবে সব যোগাযোগ নাও হতে পারে। তাই কথামত পৌঁছে গিয়েছিলাম জেলগেটে। এক মিনিট সময়নষ্ট হয়নি। ধন্যবাদ জেলের দুই সিনিয়র কর্মী ও সুপারকে। আনুষ্ঠানিক নিয়মকানুনের কাগজপত্র তৈরিতে সময় নেয়নি।

সমস্যা হল পুলিশবাহিনী নিয়ে।
কলকাতা পুলিশ আমফান পরবর্তী কাজে ব্যস্ত।
শেষে খবর গেল পূর্ব মেদিনীপুর পুলিশে।
সেখান থেকে বাহিনী এসে নিয়ে গিয়েছে মধুদাকে।
ওদিকে নার্সিংহোম থেকে দেহ নিয়ে বাড়ি পৌঁছেছে মধুদার ছেলে।
বৃষ্টি থামলে শেষকৃত্য।

শুভম ফোনে জানালো,” বাবা পৌঁছেছে। সব ঠিক আছে।”

আর ফোনটি নিয়ে মধুদা স্বভাবসিদ্ধ ঢঙে বললেন,” মা চলে গেলেন। খুব খারাপ লাগছে। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। শেষে থেমে গেলেন। কিন্তু একটা কথা আমাদের জোরে বলতে হবে, প্রচার করতে হবে: এই যে দেশজুড়ে করোনার দায়টা গরীবের উপর চাপানো হচ্ছে, এটা ঠিক নয়। বড়লোকরা এটা ছড়ালো। প্লেনে করে এসে ঘুরে বেড়ালো। কেউ দেখল না। আর তিন ঘন্টার নোটিসে পরিযায়ী শ্রমিকদের উপর অভিশাপ চাপিয়ে দেওয়া হল। এগুলো একটু লিখবেন।”

যত বলি,” আজ এখন এসব থাক, বাড়িতে সময় দিন;” মধুদা তত বলে যাচ্ছেন,” যাদের দেশের থেকে বিদেশ ভালো লাগে, তাদের জন্যে প্লেন আর অবাধ ঘোরাঘুরির সময়; যারা দেশটাকেই তৈরি করছে তাদের জন্যে হেঁটে বাড়ি ফেরার পথে মৃত্যু!!”

একটু থেমে বললেন,” আমার মাও শ্রমিক ছিল। ছেলেবেলা থেকে কষ্ট করেছে। সৎ মায়ের কাছে মানুষ। একঝুড়ি গোবর আনলে তারপর খেতে পেত। সেই মায়ের পেট থেকে আমার জন্ম। মায়ের মৃতদেহের পাশে দাঁড়িয়েও তাই এই কথাগুলোই বলে যাব।”

পুনশ্চ: আমি মাওবাদী নই। বরং বিরোধী। কিন্তু আমার জেলজীবনে আলাপ হওয়া কিছু মানুষকে, কিছু মানুষের ভাবনাচিন্তাকে এবং কিছু মানুষের ভালোবাসাকে ভুলিনি। ভুলতে চাই না। কুণাল ঘোষ অকৃতজ্ঞ নয়।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...