আমফানে কলকাতার বিপর্যয় নিয়ে সাধন পান্ডে মঙ্গলবার বোমা ফাটিয়েছিলেন। স্পষ্টভাষায় বলেছেন, প্রস্তুতির অভাব ছিল পুরসভার। পাল্টা পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, অসুস্থ মানুষের কথার জবাব দেব না। এবার ফিরহাদের পাশে দাঁড়িয়ে মন্ত্রী জাভেদ খান একহাত নিলেন সাধন পান্ডেকে। বললেন, যাদের কাজ নেই, বাড়িতে বসে থাকে, যাদের শরীর খারাপ, তারা এসব কথা বলে। মুখ্যমন্ত্রী তো সব মন্ত্রীদের কাজ ভাগ করে দিয়েছিলেন। সাধনবাবুর আলাদা কাজ করার ইচ্ছে থাকলে বলেননি কেন? ওনার লক্ষ্য ফিরহাদ না মুখ্যমন্ত্রী, পরিষ্কারভাবে বলুন। কাজ না করলে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের জল ৪৮ ঘন্টায় নামল কীভাবে, প্রশ্ন জাভেদের।
