Sunday, November 16, 2025

বিমান যাত্রীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ, প্রশ্নের মুখে কেন্দ্রের সিদ্ধান্ত

Date:

দেশজুড়ে লকডাউনের প্রায় দু’মাস পর শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার পরে একের পর এক যাত্রীর শরীরে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে কেন্দ্রের বিমান পরিষেবা চালু নিয়ে উঠছে প্রশ্ন। পেশায় বিমানকর্মী এক যাত্রী দিল্লি থেকে পাঞ্জাবের লুধিয়ানা যাচ্ছিলেন। অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই কর্মী আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে, চেন্নাই কোয়েম্বাটোর রুটের ইন্ডিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুটি ক্ষেত্রেই বিমানের চালক সহ কর্মী ও অন্য যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কাজের সূত্রে, দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছিলেন ওই বিমানকর্মী। লুধিয়ানার এক হাসপাতাল সূত্রে খবর, বিমান পরিষেবা চালু হওয়ার পর ১১৬ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ বছর বয়সী ওই কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। লুধিয়ানাতেই একটি আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিমান চালু করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিল বেশ কিছু রাজ্য। অর্থনীতি চালু রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কেন্দ্র। বিমানবন্দর ও বিমানের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের স্ক্রিনিং করে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত নিয়মের পরেও করোনা সংক্রমণ ধরা পড়ায় কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...
Exit mobile version