Sunday, November 16, 2025

বিমান যাত্রীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ, প্রশ্নের মুখে কেন্দ্রের সিদ্ধান্ত

Date:

দেশজুড়ে লকডাউনের প্রায় দু’মাস পর শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার পরে একের পর এক যাত্রীর শরীরে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে কেন্দ্রের বিমান পরিষেবা চালু নিয়ে উঠছে প্রশ্ন। পেশায় বিমানকর্মী এক যাত্রী দিল্লি থেকে পাঞ্জাবের লুধিয়ানা যাচ্ছিলেন। অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই কর্মী আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে, চেন্নাই কোয়েম্বাটোর রুটের ইন্ডিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুটি ক্ষেত্রেই বিমানের চালক সহ কর্মী ও অন্য যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কাজের সূত্রে, দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছিলেন ওই বিমানকর্মী। লুধিয়ানার এক হাসপাতাল সূত্রে খবর, বিমান পরিষেবা চালু হওয়ার পর ১১৬ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ বছর বয়সী ওই কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। লুধিয়ানাতেই একটি আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিমান চালু করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিল বেশ কিছু রাজ্য। অর্থনীতি চালু রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কেন্দ্র। বিমানবন্দর ও বিমানের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের স্ক্রিনিং করে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত নিয়মের পরেও করোনা সংক্রমণ ধরা পড়ায় কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version