Tuesday, November 4, 2025

নিজেদের খরচে হোটেল কোয়ারেন্টাইন! দমদম বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশ ফেরত যাত্রীরা

Date:

দেশে ফিরলেও আপাতত ফেরা যাবে না বাড়ি। থাকতে হবে কোয়ারেন্টাইনে। এবং এক্ষেত্রে শহরের বেশ কয়েকটি তিনতারা ও পাঁচতারা হোটেলকে বেসরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার পুরো ব্যয়ভার বহন করতে হবে নিজেকেই। বাংলাদেশ ফেরত ভারতীয়দের শ্রমিকদের জন্য এমনই বিধি করা হয়েছে। আর যা দিয়েই তুমুল উত্তেজনা ছড়াল দমদম বিমানবন্দরে।

আজ, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ লকডাউনে বাংলাদেশে আটকে পড়া ২৬৯ জন ভারতীয়দের নিয়ে কলকাতা বিমানবন্দরে আসে বিশেষ বিমান। এরপর বিমানবন্দরে ঘোষণা করা হয়, বাংলাদেশ থেকে আগত সকল যাত্রীদের কলকাতা শহরের পাঁচতারা ও তিনতারা হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই ঘোষণার পরই ঝামেলার সূত্রপাত। বাংলাদেশ ফেরত যাত্রীদের অভিযোগ, হোটেল কোয়ারেন্টাইনে কোনওভাবেই সম্ভব নয়। সপ্তাহে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। লকডাউন পর্বে বাংলাদেশে আটকে গিয়ে কার্যত তাঁরা অনাহারে দিন কাটিয়েছেন, সেখানে এত টাকা দিয়ে তাঁরা কীভাবে হোটেলে থাকবেন? প্রত্যেকে তাঁদের নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার দাবি তোলেন। এরপর বাংলাদেশ ফেরত যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিমানবন্দরে থাকা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে বাংলাদেশে থেকে ফেরা ১৬৯ জন ভারতীয়ের মধ্যে ১০৫ জনকে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু এবার সকলকে নিজেদের খরচে ব্যয়বহুল
হোটেলে থাকার কথা বলতেই বিক্ষোভ দেখতে শুরু করেন বাংলাদেশ ফেরত যাত্রীরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version