পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসার পর থেকেই করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বাইরে থেকে যে শ্রমিকরা আসছেন, তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তা না হলে এলাকায় বা পরিবারে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

যে শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকছেন, তাঁদের বাড়ির লোক যদি খাবার দিতে চান, তাহলে দূর থেকে কোয়ারেন্টাইন সেন্টারের টেবিলে খাবার রেখে দিয়ে যাবেন। কিন্তু সামনাসামনি দেখা করতে পারবেন না। সংক্রমণ ছড়ানো আটকাতেই এই সংযম দেখাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
