Friday, August 22, 2025

মুজাফফরপুরের ঘটনাকে “ছোট” বলায় দিলীপের কড়া সমালোচনায় সোমেন

Date:

বিহারের মুজাফফরপুরের যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র বলেন, এ ঘটনা বিজেপি এবং তাদের সরকারের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটা সারা পৃথিবীর কাছে লজ্জার। সারা পৃথিবীর মানবতার কাছে লজ্জার। দিলীপ ঘোষ সব কিছুকেই ছোট করে দেখেন। কারণ, ওনারা দেশজুড়ে হাজার হাজার মানুষ মারছেন। তাই একটা ঘটনা ওনাদের কাছে ছোট।

উল্লেখ্য, গত বুধবার বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনে মৃত পরিযায়ী মায়ের চাদর ধরে টানছে তিন বছরের এক অবুঝ শিশু। সেই একরত্তির ভিডিও দেখে কাঁদছে গোটা দেশ। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থার ছবি বারেবারে সামনে এসেছে। মুজফ্‌ফরপুরের ঘটনা তার নতুন সংযোজন। এই পরিস্থিতিতে এই ঘটনাকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই বক্তব্যের কারণেই দেখা দিয়েছে বিতর্ক।

ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “এখন অবস্থা স্বাভাবিক নেই। রেলে কি দুর্ঘটনা হয় না?‌ ট্রেনে কি মানুষ মারা যায় না?‌ এই রেলদফতর, তাঁরা এরকম উদাহরণও রেখেছেন, যেখানে বাচ্চার জন্য দুধ নেই। মা টুইট করেছেন। পরের স্টেশন রেলের কর্মীরা দুধ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তাররা ছিলেন।”

এরপরই তাঁকে বলতে শোনা যায়, “কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়ে যাচ্ছে। ‌যেহেতু সবকিছু স্বাভাবিক নয়, তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে। এই ঘটনাগুলো ব্যতিক্রম ধরা ?”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় বইছে রাজ্যজুড়ে।

কী বলছেন সোমেন মিত্র…

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version