Tuesday, May 20, 2025

বিহারের মুজাফফরপুরের যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র বলেন, এ ঘটনা বিজেপি এবং তাদের সরকারের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটা সারা পৃথিবীর কাছে লজ্জার। সারা পৃথিবীর মানবতার কাছে লজ্জার। দিলীপ ঘোষ সব কিছুকেই ছোট করে দেখেন। কারণ, ওনারা দেশজুড়ে হাজার হাজার মানুষ মারছেন। তাই একটা ঘটনা ওনাদের কাছে ছোট।

উল্লেখ্য, গত বুধবার বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনে মৃত পরিযায়ী মায়ের চাদর ধরে টানছে তিন বছরের এক অবুঝ শিশু। সেই একরত্তির ভিডিও দেখে কাঁদছে গোটা দেশ। লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থার ছবি বারেবারে সামনে এসেছে। মুজফ্‌ফরপুরের ঘটনা তার নতুন সংযোজন। এই পরিস্থিতিতে এই ঘটনাকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই বক্তব্যের কারণেই দেখা দিয়েছে বিতর্ক।

ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “এখন অবস্থা স্বাভাবিক নেই। রেলে কি দুর্ঘটনা হয় না?‌ ট্রেনে কি মানুষ মারা যায় না?‌ এই রেলদফতর, তাঁরা এরকম উদাহরণও রেখেছেন, যেখানে বাচ্চার জন্য দুধ নেই। মা টুইট করেছেন। পরের স্টেশন রেলের কর্মীরা দুধ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তাররা ছিলেন।”

এরপরই তাঁকে বলতে শোনা যায়, “কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়ে যাচ্ছে। ‌যেহেতু সবকিছু স্বাভাবিক নয়, তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে। এই ঘটনাগুলো ব্যতিক্রম ধরা ?”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় বইছে রাজ্যজুড়ে।

কী বলছেন সোমেন মিত্র…

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version