Wednesday, August 27, 2025

কেন্দ্রের “আনলক ফেজ-১”-এর পরই নয়া বিজ্ঞপ্তি নবান্নের, এই পর্যায়ে রাজ্যে কোথায় কী ছাড়?

Date:

প্রথম-দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ দফা মিলিয়ে আজ, শনিবার দেশ তথা রাজ্যুজুড়ে লকডাউনের ৬৭তম দিন। এরই মধ্যে সন্ধ্যায় আগামী ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে আরো এক মাসের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে, এই পর্যায়কে বলা হচ্ছে “আনলক ফেজ-১”, অৰ্থাৎ, ধীরে ধীরে মানুষকে দীর্ঘ লকডাউনের অভ্যাস থেকে শর্ত সাপেক্ষে বের করে আনতে চাইছে সরকার।

এবার কেন্দ্রের পাশাপাশি “লকডাউন” ও “আনলক ফেজ-১” নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যে আরও দু’সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। বাংলায় বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়ার কথা গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার কেন্দ্রের গাইডলাইনের পর ফের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রবিবার শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্যায়। এরই মধ্যে বাসে যাত্রী সংখ্যা নিয়ে নিয়ম শিথিল করেছে রাজ্য। একইসঙ্গে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে নবান্ন।

একনজরে দেখে নিন কোথায় কী ছাড়–

১) ৮ জুন থেকে ৭০ % কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস।

২) ১ জুন থেকে রাজ্যে আন্তঃরাজ্য, আন্তঃজেলা বাস চলাচল করবে।

৩) কত কর্মী নিয়ে বেসরকারি অফিস চালু হবে সে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

৪) রাজ্যে ১ জুন থেকে শর্তসাপেক্ষে ধর্মীয় স্থান খুলতে পারে। তবে ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ নয়।

৫) সিনেমা, সিরিয়াল ও ওয়েবলিরিজের শুটিং শুরু হবে রাজ্যে। তবে ইউনিটে ৩৫জনের বেশি লোক থাকবে পারবে না।

৬) এখনই রিয়েলিটি শো-এর শুটিং নয়।

Related articles

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...
Exit mobile version