Sunday, November 16, 2025

করোনা নিয়ে গুজরাত সরকারকে দুরমুশ করতেই বদলে গেলো হাইকোর্টের এজলাশ

Date:

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গুজরাত৷ ওই রাজ্যের বিচার ব্যবস্থা প্রশ্নের সামনে দাঁড়ালো৷

‘বিশাল অপরাধ’ করেছিলেন গুজরাত হাইকোর্টের দুই বিচারপতি৷ গুজরাতে সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাতে আমেদাবাদে করোনা- পরীক্ষার জন্য সরকারি অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। গুজরাত হাইকোর্টের বিচারপতি জে বি পরদীবালা ও বিচারপতি ইলেশ জে ভোরা এই মামলার শুনানি চলাকালীন আমেদাবাদের সিভিল হাসপাতালকে ‘অন্ধকূপ’ বলেছিলেন।

আমেদাবাদে করোনায় মৃত্যুর সংখ্যা ও হাসপাতালের দুরবস্থা নিয়ে দুই বিচারপতি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নীতিন প্যাটেলের কড়া সমালোচনা করেছিলেন।

করোনা মোকাবিলায় চরম ব্যর্থতার উল্লেখ করে ওই রাজ্যের বিজেপি সরকারকে দুরমুশ করেছিলেন গুজরাত হাইকোর্টের এই দুই বিচারপতি!

পরিণতি ভালো হয়নি৷ বদলে গেলো এজলাশের গঠন৷ ওই দুই বিচারপতির হাত থেকে সরিয়ে নেওয়া হলো সংশ্লিষ্ট মামলাটি৷ নতুন বেঞ্চ এই মামলা শুনবে৷
ওদিকে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা মন্তব্য করেছিলেন, “সরকারের সমালোচকদের ‘হতাশার দূত’৷ কিছু হাইকোর্ট সমান্তরাল সরকার চালাচ্ছে।” আর গুজরাত সরকারের সমালোচনা করার “অপরাধে” গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ শুক্রবার নির্দেশ দিলেন, “নতুন ভাবে ওই বেঞ্চ গঠন হবে। বিচারপতি পরদীবালা তাঁর সঙ্গে বেঞ্চে বসবেন। বিচারপতি ভোরা বসবেন বিচারপতি আর এম ছায়ার সঙ্গে।

কংগ্রেস আগেই অভিযোগ তুলেছে, দিল্লির হিংসায় উস্কানির জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পরেই দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে বদলি করে দেওয়া হয়েছিল।
তবে গুজরাতে এভাবে বেঞ্চে বদলের পরেও সত্যি ঢাকা যায়নি৷ বিজেপির স্বস্তিও মেলেনি। সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাতে আমেদাবাদে করোনা-পরীক্ষার জন্য সরকারি অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এদিন প্রধান বিচারপতি নাথ ও বিচারপতি পরদীবালার বেঞ্চ নির্দেশ দিয়েছে, সরকারি অনুমতির প্রয়োজন নেই। এর ফলে তথ্য লুকানোর ক্ষমতা
গুজরাতের সরকারের হাতে আর থাকবে না বলেই মনে করা হচ্ছে৷

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version