Wednesday, May 14, 2025

করোনা আক্রান্তের নিরিখে দেশের অষ্টম রাজ্য বাংলা, রাজ্যে এক নম্বরে কলকাতা

Date:

Share post:

কেন্দ্রের ‘আনলক-1’ প্রক্রিয়া শুরুর ঘোষণার দিনই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দেশের অষ্টম রাজ্য হলো বাংলা৷

পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই এগিয়ে৷ আজও ‘প্রথম’ স্থানেই আছে কলকাতা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিনই নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, আগামী
৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে শুধুই কনটেনমেন্ট জোনগুলিতে৷ পর্যায়ক্রমে সব খুলে দেওয়ার পদ্ধতিও এদিন ঘোষণা করেছে কেন্দ্র। বস্তুত, দেশে ‘লকডাউন ৫’ নয়, সোমবার থেকে
‘আনলক ১’ চালু হচ্ছে ৷

আর শনিবার, একইদিনে,
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে,

◾করোনা- আক্রান্তের সংখ্যার বিচারে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের স্থান এখন অষ্টমে৷

◾দেশের ৮ নম্বর রাজ্য বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫,১৩০ জন৷

◾গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার জেরে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।

◾রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৩৭।

◾এর বাইরে রয়েছেন কো-মর্বিডিটির কারণে মারা যাওয়া ৭২ জন।

◾করোনাযুক্ত মৃত‍্যুর সংখ্যা রাজ্যে মোট ৩০৯ জন৷

◾গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৭ জন।

◾হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরিসংখ্যান বেড়ে হয়েছে ৩৮.৪০ শতাংশ।

◾সুস্থ হয়েছেন ১৯৭০ জন।

কলকাতাবাসীদের জন্য খারাপ খবরও একই রকম৷ গোটা রাজ্যে কলকাতা এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যায় অন্যান্য জেলার তুলনায় ঢের এগিয়ে।

◾কলকাতায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।

◾করোনায় মৃত্যুর সংখ্যা ১৫০।

◾এ ছাড়া কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের।

◾ফলে কলকাতায় মোট মৃত্যু ২০২ জন৷

◾কলকাতা বাদ দিলে গোটা রাজ্যের সব জেলা মিলিয়ে করোনাযুক্ত কারনে মৃতের সংখ্যা ১০৭ জন৷

কলকাতার পাশাপাশি হাওড়া জেলার পরিস্থিতিও উদ্বেগজনক৷
এই জেলায় করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছুঁতে চলেছে।

স্বাস্থ্য দফতরের তথ্য জানাচ্ছে,

◾শনিবার পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

◾গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৯,৩৪৬টি।

◾এখন রাজ্যে ৪০টি ল্যাবে টেস্ট করা হচ্ছে।

◾সেই সঙ্গে ৬৯ হাসপাতালে ৯২০টি ICU বেড তৈরি রাখা হয়েছে।

◾রাজ্যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে ৩৯২টি।

spot_img

Related articles

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...