Monday, November 10, 2025

আমফান পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। পাশাপাশি রাজ্য সরকার এক হাজার কোটি টাকা দিয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এই টাকায় হচ্ছে না। বিভিন্ন খাতে ৬২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-

১. ৫ লক্ষ পরিবার যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হবে।

২. ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে।

৩. বাড়তি অনুদান হিসেবে ২০ লক্ষ কৃষকদের জন্য ৩০০ কোটি ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা মাথাপিছু ১৫০০ টাকা পাবেন।

৪. পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে। আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায় তার জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ২০ হাজার টাকা পাওয়া যাবে পানের বরজের জন্য।

৫. টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৬. সেচ দফতরের বাঁধ মেরামতের জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

৭. গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮. স্কুল বিল্ডিং, পানীয় জল, শৌচালয় এর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

৯. পোল্ট্রি গবাদি পশুর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

১০. মৎস্য দফতরের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

১১. উদ্যান পালনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

১২. জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

১৩. জয় বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

১৪. সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version