Sunday, May 4, 2025

আমফান পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। পাশাপাশি রাজ্য সরকার এক হাজার কোটি টাকা দিয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এই টাকায় হচ্ছে না। বিভিন্ন খাতে ৬২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-

১. ৫ লক্ষ পরিবার যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হবে।

২. ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে।

৩. বাড়তি অনুদান হিসেবে ২০ লক্ষ কৃষকদের জন্য ৩০০ কোটি ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা মাথাপিছু ১৫০০ টাকা পাবেন।

৪. পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে। আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায় তার জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ২০ হাজার টাকা পাওয়া যাবে পানের বরজের জন্য।

৫. টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৬. সেচ দফতরের বাঁধ মেরামতের জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

৭. গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮. স্কুল বিল্ডিং, পানীয় জল, শৌচালয় এর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

৯. পোল্ট্রি গবাদি পশুর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

১০. মৎস্য দফতরের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

১১. উদ্যান পালনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

১২. জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

১৩. জয় বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

১৪. সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version