Tuesday, August 26, 2025

আমফান পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। পাশাপাশি রাজ্য সরকার এক হাজার কোটি টাকা দিয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এই টাকায় হচ্ছে না। বিভিন্ন খাতে ৬২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-

১. ৫ লক্ষ পরিবার যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হবে।

২. ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে।

৩. বাড়তি অনুদান হিসেবে ২০ লক্ষ কৃষকদের জন্য ৩০০ কোটি ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা মাথাপিছু ১৫০০ টাকা পাবেন।

৪. পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে। আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায় তার জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ২০ হাজার টাকা পাওয়া যাবে পানের বরজের জন্য।

৫. টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৬. সেচ দফতরের বাঁধ মেরামতের জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

৭. গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮. স্কুল বিল্ডিং, পানীয় জল, শৌচালয় এর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

৯. পোল্ট্রি গবাদি পশুর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

১০. মৎস্য দফতরের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

১১. উদ্যান পালনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

১২. জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

১৩. জয় বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

১৪. সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version