Thursday, August 28, 2025

রাজ্যে আরও দু’সপ্তাহ লকডাউন জারি থাকবে

Date:

Share post:

পঞ্চম দফায় কেন্দ্র দেশজুড়ে কনটেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন চালিয়ে নিয়ে যেতে চাইলেও রাজ্যে আরও দু’সপ্তাহ লকডাউন জারি থাকবে৷ এ সংক্রান্ত গাইড লাইনও প্রকাশ করেছে রাজ্য। গাইড লাইনে বলা হয়েছে, এই নির্দেশিকা জারি থাকবে আগামী দু’সপ্তাহ। তারপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্যের লকডাউন গাইডলাইনে বলা হয়েছে:

◾১ জুন থেকে সব চা বাগানগুলি খুলে দেওয়া হবে।

◾১ জুন থেকে চটকলগুলিও কাজ শুরু করতে পারবে এই দফায়।

◾ক্ষুদ্র ও মাঝাারি শিল্পোদ্যোগগুলিতে এবং খনিগুলিতে কাজকর্ম শুরু করা যাবে।

◾নির্মাণকর্মীরা কাজে যোগ দিতে পারবেন।

◾সরকারি ও বেসরকারি বাসে ঠিক যত আসন ততজনই উঠতে পারবেন।

◾স্থানীয় পুলিশের পরামর্শ নিয়ে খোলা যাবে ধর্মীয়স্থান৷ তবে ১০ জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

◾রাজ্যে শুটিংয়েও ছাড় দেওয়া হচ্ছে। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড় দিচ্ছে রাজ্য। ১ জুন থেকে চালু হবে শুটিং। রিয়েলিটি শো ছাড়া সবরকম শুটিংয়ে ছাড়।

◾ তবে একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া চলবে না। সুরক্ষা বিধি মেনেই শুটিং করতে হবে।

◾৮ জুন থেকে দৈনিক ৭০ শতাংশ শক্তি নিয়ে কাজ শুরু হবে সরকারি দফতরে।

◾রেস্তোরাঁ এবং শপিংমলগুলি কাজ শুরু করতে পারে ৮ জুন থেকেই।

নতুন গাইডলাইনে বেসরকারি সংস্থাগুলিকেও বলা হয়েছে সুরক্ষাবিধি মেনে কাজ করতে। কোনও ব্যক্তি, সংস্থা লকডাউনের সামাজিক সুরক্ষা বিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা হয়েছে।

প্রসঙ্গত,, কেন্দ্রের লকডাউন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কন্টেইনমেন্ট জোনের বাইরেও পরিস্থিতি বিবেচনা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে। তার ভিত্তিতেই রাজ্যের এই নির্দেশিকা৷

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...