“আনলক ইন্ডিয়া”: দেশজুড়ে কোথায় কীসে ছাড়, কীসে নিষেধ দেখুন একনজরে

চতুর্থ দফা লকডাউনের একেবারে শেষ পর্যায়ে এসে দেশজুড়ে রেকর্ড বৃদ্ধি হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই মাঝে আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়ালো কেন্দ্র। তবে বাকি ক্ষেত্রে “আনলক ফেজ” শুরু হলো। যাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

এই দফার লকডাউন নিয়ে একটি গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে জানানো হয়েছে কোন কোন ক্ষেত্রে কী কী ছাড় মিলবে, আর কী কী ছাড় মিলবে না।

কনটেনমেন্ট এলাকা নয়, এমন জায়গায় যা ছাড় দিচ্ছে সরকার–

ফেজ-১

১) আগামী ৮ জুন থেকে শর্ত সাপেক্ষে মল, হোটেল, রেস্টুরেন্ট খোলার অনুমতি।

২) শর্ত সাপেক্ষে ধর্মীয়স্থান খোলার অনুমতি।

এক্ষেত্রে প্রয়োজনীয় আচরণবিধি লাগু করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাতে কার্ফু জারি থাকবে ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

ফেজ-২

১) স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে খুলবে। সেক্ষেত্রে শিক্ষক, অভিভাবকেদর মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেজ-৩

১) পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান, জিম, মেট্রো রেল, সিনেমা হল খুলবে।

কনটেনমেন্ট এলাকায় যা লাগু থাকবে–

১) আগের মোটেও ৩০ জুন পর্যন্ত পুরোপুরি লকডাউন জারি থাকবে।

২) প্রতিটি রাজ্যের জেলাপ্রশাসন কনটেনমেন্ট জোন চিহ্নিত করবে।

৩) কনটেন্টমেন্ট জোনের বাইরে ব বাফার জোন চিহ্নিত করবে রাজ্য। যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাই বাফার জোন।

৪) কন্ট্যাক্ট ট্রেস করার প্রক্রিয়া জারি থাকবে।

৫) কনটেনমেন্ট জোনে প্রবেশ ও বাহির হওয়ার বিধি-নিষেধ থাকবে।

৬) অতি প্রয়োজনীয় ছাড়া কোনও কিছু খোলা থাকবে না আগের মতোই।

Previous articleরাজ্যে আরও দু’সপ্তাহ লকডাউন জারি থাকবে
Next articleএক নার্সের মৃত্যু, একটু ফিরে দেখা