Thursday, November 6, 2025

পরিযায়ী শ্রমিকদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন

Date:

ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন। ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের কাজ দিতে পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। আর তাই সংশ্লিষ্ট শ্রমিকদের তথ্য সংগ্রহ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

কীভাবে হবে এই কাজ? জেলার প্রশাসনিক কর্তারা কোয়ারেন্টাইন সেন্টার বা হোম কোয়ারেন্টাইনে গিয়ে শ্রমিকরা ভিন রাজ্যে কতদিন ধরে কী ধরনের কাজ করেছেন এবং অন্য কোনও কাজে তাঁদের পারদর্শিতা আছে কি না,কী ধরনের কাজ করতে তাঁরা ইচ্ছুক এই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য অনুযায়ী তালিকা তৈরি করা হবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, ফিল্ড সার্ভিলেন্স করোনা ওয়ারিয়র টিম রয়েছে। গ্রামে ফেরা শ্রমিকদের সঙ্গে কথা বলবে ওই দল। টিমে বিডিওদের পাশাপাশি আছেন শ্রম দফতর, শিল্প দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত স্তরে যাঁরা একশো দিনের কাজ দেখাশোনা করছেন তাঁরাও। সরকারি প্রকল্পের অধীনে কাকে কীভাবে কাজে লাগানো যায়, সেটা দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে উদ্যোগী হতে বলেন। তাতেই তৎপর হয় কোচবিহার জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, প্রশাসন সব রকম সহায়তা করবে। সরাসরি চাকরি দেওয়া না গেলেও তাঁদের কাজের জন্য কাজের ব্যবস্থা করছে সরকার। ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে। শস্যবিমা যোজনায় গ্রুপ ইনসুরেন্স দেওয়া যাবে। যাঁরা কৃষিকাজ করবেন তাঁদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া য়াবে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version