Sunday, November 16, 2025

রাত পোহালেই দেশজুড়ে দৌড় শুরু ২০০ স্পেশাল ট্রেনের, দেখুন বাংলায় যা বরাদ্দ

Date:

কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। রাত পোহালেই দেশজুড়ে দৌড় শুরু করবে ২০০টি (১০০জোড়া) বিশেষ ট্রেন। এগুলি শ্রমিক স্পেশাল ট্রেনের অতিরিক্ত। রেলমন্ত্রক সূত্রে খবর, প্রতিদিন প্রায় ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনগুলিতে। আজ, রবিবার থেকে শুরু হয়েছে বুকিং। প্রথমদিনই মোট ২৫ লক্ষ ৮২ হাজার ৬৭১টি টিকিট বুকিং হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত মোট ২.৩৭ লক্ষ টাকার টিকিট বুকিং হয়েছে। যেসব ট্রেনের বুকিং হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য দুরন্ত, সম্পর্কক্রান্তি, জনশতাব্দী ও পূর্বা এক্সপ্রেস।

যেসব ট্রেনের বুকিং হচ্ছে তার মধ্যে এসি ও নন এসি কোচও রয়েছে। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে সীমিত মাত্রায় খাবার পাওয়া যাবে। তবে তা খুব সকম সংখ্যক ট্রেনে। টিকিটের দামের মধ্যে খাবারের মূল্য ধরা নেই। এসি কোচের জন্য কোনও কম্বল, চাদর বা বালিশ দেওয়া হবে না। যাত্রীদের নিজেদেরই তার ব্যবস্থা করতে হবে। টিকিট কনফার্ম বা RAC থাকলেই যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন। কমপক্ষে ৯০মিনিট আগে যাত্রীকে স্টেশনে আসতে হবে। সম্পূর্ণভাবে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক পরীক্ষার পরই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। প্রতিটি যাত্রীকে ফেস কভার বা মাস্ক পড়ে আসতে হবে।

এই ১০০ জোড়া ট্রেনের মধ্যে বাংলার জন্য বেশকিছু ট্রেন বরাদ্দ করেছে রেলমন্ত্রক। দেখে নিন সেই তালিকা।

১) অমৃতসর-কলকাতা এক্সপ্রেস

২) হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনামা এক্সপ্রেস

৩) হাওড়া-মুম্বই সিএসটি মেল

৪) আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস

৫) দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

৬) হাওড়া-বিকানের এক্সপ্রেস

৭).হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস

৮) হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

৯) শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

১০) শালিমার-পটনা দুরন্ত এক্সপ্রেস

১১) হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

১২) হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস

১৩) হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

১৪) শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

১৫) ASR-NJP কর্মভূমি এক্সপ্রেস

১৬) দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version