মাসের প্রথমেই বাড়ল রান্নার গ্যাসের দাম

আনলক ফেজ-1 এর প্রথমদিনই মধ্যবিত্তের পকেটে টান। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল *৩১ টাকা ৫০ পয়সা* ।
১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১০৭ টাকা ৫০ পয়সা বেড়ে হল ১ হাজার ১৯৩ টাকা ৫০ পয়সা ।
একনজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে, কত দাম বাড়ল:

*কলকাতায় প্রায় ৩২ টাকা*
*নয়াদিল্লিতে ৬৫ টাকা*
*চেন্নাইয়ে ৩৭ টাকা*

তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এর কোনও প্রভাব পড়বে না বলে সূত্রের খবর। বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়া হবে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির ফলে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইওসি।

Previous articleএকদিনে ভারতে করোনা আক্রান্ত ৮,৩৯২! দেশজুড়ে প্রবল উৎকন্ঠা
Next articleহোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ, মাটির তলার বাঙ্কারে ঢুকলেন ট্রাম্প