Tuesday, August 26, 2025

অন্য দল থেকে এসেই রাজ্য নেতার স্বীকৃতি, বিজেপির ‘আদি’ নেতারা ক্ষুব্ধ

Date:

তৃণমূল, সিপিএম বা অন্য দল থেকে গিয়েই বঙ্গ-বিজেপির নতুন কমিটিতে জায়গা পেয়েছেন একাধিক নেতা-নেত্রী৷ বাদ পড়েছেন একাধিক ‘আদি’ বিজেপি নেতা তথা পরিচিত মুখ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন৷
সব্যসাচী দত্ত হয়েছেন সম্পাদক৷ সৌমিত্র খাঁ যুব মোর্চার নতুন সভাপতি৷
এছাড়া আছেন ভারতী ঘোষ৷ তিনি রাজ্য কমিটিতে এসেছেন সহ সভাপতি হিসাবে৷ ভারতী ঘোষ তৃণমূলের কোনও পদে না থাকলেও তৃণমূলের খুবই ঘনিষ্ঠ ছিলেন৷

সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া খগেন মুর্মু ও মাফুজা খাতুন পেয়েছেন যথাক্রমে এসটি মোর্চার সভাপতি ও সহ সভাপতির পদ৷

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া দুলাল বর নতুন কমিটিতে এসসি মোর্চার সভাপতি হয়েছেন৷

ওদিকে রাজ্য কমিটিতে ঠাঁই পাননি কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ তিনি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন, এমন খবর এখনও নেই৷ জায়গা পাননি কলকাতা পুরসভায় দু’দশকেরও বেশি সময় জুড়ে কাউন্সিলর থাকা মীনা দেবী পুরোহিত৷ বাদ গিয়েছেন মুকুল রায়ের ছেলে বিধায়ক শুভ্রাংশু রায়৷ টলিউডের এক ঝাঁক শিল্পী ঘটা করে বিজেপিতে যোগ দিলেও জায়গা পেয়েছেন শুধু শর্বরী মুখোপাধ্যায় ৷ তিনি নতুন কমিটিতে সম্পাদক হয়েছেন৷ সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে থেকে গেলেন আলি হোসেন৷ দলেরই একাংশ বলছে, এই পদে অন্য কোনও মুখই খুঁজে পাওয়া যায়নি৷ এছাড়া, রাজনৈতিক কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই সরাসরি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন অগ্নিমিত্রা পাল৷

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version