Monday, August 25, 2025

আমফান বিধ্বস্ত বাংলা। বেশি বিধ্বস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি। গাছ পড়ে তছনছ কলকাতা আর কলকাতার ঐতিহ্য বইপাড়া। পরেরদিন সকালে এক হাঁটু জলে ভেসে যাওয়া বইয়ের ছেঁড়া পাতা চোখের পাতা ভিজিয়ে ছিল অনেক বইপ্রেমীর। অনেকেই চেয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার পুনর্গঠনে পাশে দাঁড়াতে। সেইমতো উদ্যোগ নিয়েছে পাব্লিশারদের পাঁচটি সংগঠন। সবাই মিলে তৈরি করেছে ‘আমফান রিলিফ ফান্ড’। সংগঠনের অন্যতম উদ্যোক্তা দীপ প্রকাশনের তরফ থেকে শঙ্কর মণ্ডল জানালেন, তাঁরা চান সব বইপ্রেমী মানুষ কলেজ স্ট্রিট বইপাড়া এই বিধ্বস্ত চেহারাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে সাহায্যের হাত বাড়ান। এ বিষয়ে তাঁরা যে ফান্ড তৈরি করেছেন, তাতে যে কেউ সাহায্য করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হল:

PASCHIM BANGA PRAKASAK SABHA
Bank of India
College Street Branch
Address: 8/9, Bankim Chatterjee Street, Kolkata 700073
A/C No. 402920100000780
IFSC Code : BKID0004029
MICR Code : 700013015

এছাড়া বুধবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটের সময় সেখানে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
শঙ্কর মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদের রেজিস্টার্ড দোকান না হলেও ক্ষতির মাত্রা অনুযায়ী তাঁরা সাহায্য পাবেন। এক্ষেত্রে সংগঠনকে জানাতে হবে কী ধরনের বই তাঁরা সারা বছর বিক্রি করেন? আর কত বই তাদের নষ্ট হয়েছে?
কলেজ স্ট্রিটের বইপাড়া নিঃসন্দেহে কলকাতার মুকুটে একটি উজ্জ্বল পালক। ভারতে কোথাও শুধু বইয়ের জন্য এত বড় অঞ্চল নির্দিষ্ট করা নেই। শহরের সেই ঐতিহ্যকে আগের চেহারায় ফিরিয়ে দিতে সবার কাছে আবেদন জানানো হয়েছে।

Related articles

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...
Exit mobile version