অক্টোবরেই শুরু হতে পারে ভারতের ফুটবল। ফেডারেশন এমনই ইঙ্গিত দিয়েছে ফিফা এবং এএফসি-কে। ফিফা ফেডারেশন কে চিঠি পাঠিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিল। জানতে চেয়েছিল,
• কোভিভ উত্তর পর্বে কবে থেকে বিদেশি ফুটবলারদের সই করানো যাবে?
• কবে থেকে ফুটবল মরসুম শুরু করা সম্ভব?
সোমবার সেই চিঠির উত্তর এসেছে। তাতে বলা হয়েছে, চলতি বছরের অগাস্ট এবং আগামী বছরের জানুয়ারিতে বিদেশি ফুটবলারদের নেওয়া যেতে পারে। অক্টোবরে হয়তো ফুটবল শুরু করা যাবে।
ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, “আগে সমস্ত দেশে একই সময় ফিফা উইন্ডো খোলা হত। এ বারের পরিস্থিতি আলাদা। তাই সব দেশকে ফিফা চিঠি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি বুঝে সময় নির্দিষ্ট করতে। আমরা অগাস্ট এবং সামনের বছরের জানুয়ারি— এই দু’মাস বিদেশি ফুটবলারদের সই করাব।’’