Monday, November 17, 2025

পরিযায়ীদের লড়াইয়ে ব্যথিত শামি, খাবার বিলির শিবির ভারতীয় পেসারের

Date:

করোনার জেরে এতদিন লকডাউন চলছিল দেশে। এবার থেকে হচ্ছে আনলক অর্থাৎ আনলক ফেজ ওয়ান ভারত। আনলক হওয়াতে আশঙ্কা আরও বাড়ছে। তবে লকডাউনের এমন দুঃসময় অনেক বলিউড সেলিব্রিটি বা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা পাশে এসে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিকদের। এবার পরিযায়ী শ্রমিকদের পাশে ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামি।

উত্তরপ্রদেশের খাবার বিলি করার জন্য ছোট ছোট শিবির গড়েছেন শামি। সেখান থেকেই তিনি নিজহাতে শ্রমিকদের রোজ খাবার দিচ্ছেন।

লকডাউনে দুর্বিষহ হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকদের জীবন। কাজ হারিয়ে, অস্থায়ী বাসস্থান হরিয়ে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। না আছে তাঁদের থাকার জন্য বাড়ি, না আছে দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য অন্ন। শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও অনেক পরিযায়ী শ্রমিকই এখনও বাড়ি ফিরতে পারেননি। ভিনরাজ্যে আটকে পড়ে খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন পরিযায়ীরা। এবার তাদের সাহায্য করতেই এগিয়ে এলেন টিম ইন্ডিয়ার পেসার। উত্তরপ্রদেশে ২৪ নম্বর জাতীয় সড়কের ধারে শিবির তৈরি করে শ্রমিকদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন শামি। সঙ্গে বিলি করছেন মাস্কও। একই সঙ্গে সাহসপুরে তাঁর বাড়ির কাছেও খাবার বিলির শিবির বানিয়েছেন।

টিম ইন্ডিয়ার পেসারের এই উদ্যোগের ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে লেখে, “যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছেন, তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ভারতীয় পেসার। তাঁদের মাস্ক আর খাবার দিচ্ছেন তিনি। এ কাজে আমরা সবাই ওর সঙ্গে আছি।”

এই ভাবেই একের পর এক ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা এগিয়ে আসছেন শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version