দেশজুড়ে শেষ হয়েছে চতুর্থ দফার লকডাউন। শুরু হয়েছে আনলক। দু’মাস পর রাস্তায় নেমে ভোগান্তি শুরু হয়েছে যাত্রীদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাসের মতো অটো-ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও তোলা যাবে আসনের সমসংখ্যক যাত্রী।
রাস্তায় চলছে বেশ কিছু সরকারি বাস। কিন্তু আসনের সমসংখ্যক যাত্রী নেওয়ায় ভোগান্তি শুরু হয়েছে। রাস্তায় নেমেছে হাতে গোনা বেসরকারি বাস। তাতে সমস্যা সমাধান হচ্ছে না। অন্যদিকে অটোয় ২ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সরকার। তাতে সমস্যা আরও বাড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে এদিন পরিবহনমন্ত্রী অটো ও ট্যাক্সিতে আসনের সমসংখ্যক যাত্রী তোলার অনুমতি দেন।