ঠিক ১৫ দিন আগে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তাতে বিপর্যস্ত হয়েছে গোটা বাংলা। ঘর হারিয়েছেন বহু মানুষ। দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থানের উপায় নেই। ঝড় পরবর্তী পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন কেউ কেউ। কারোর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, কারোর আবার কোলে দুধের শিশু। তাঁদের এই লড়াইয়ে সামিল হয়েছে হেল্প বেঙ্গল। অন্যদিনের মতো বুধবারও ত্রাণ তুলে দিলেন সদস্যরা। এদিন তাদের কাজে সহযোগিতা করেছে সন্ধি নামে একটি সংগঠন। পুষ্পেন্দু সর্দারের এই সংগঠন সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য কাজ করছে। এদিন ক্যানিংয়ের দক্ষিণ রেদখালি অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দু’ধরনের প্যাকেট দেওয়া হয় দুর্গতদের হাতে। এদিন প্রায় ৬০০ জনের হাতে প্যাকেট তুলে দেওয়া। পাশাপাশি ৮০টি ত্রিপল এবং ৩৫ টি প্লাস্টিক শিট দেওয়া হয়েছে স্থানীয়দের।
