আমেরিকায় আসন্ন জি৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তাঁদের আলোচনায় উঠল লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার প্রসঙ্গ।
পরে দুই সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে,
ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা নিয়ে মঙ্গলবার আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আমেরিকায় পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে তৈরি হওয়া অশান্তি এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী জি ৭ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকে, সেখানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান সদস্যদের বাইরে সদস্যসংখ্যা বা গোষ্ঠী বাড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ভারত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকে অন্তভুর্ক্ত করা যায়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকায় অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সমাধানে দ্রুত উপায় বের করার শুভ কামনা জানিয়েছেন। এছাড়া পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনার মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে দুই রাষ্ট্রপ্রধান মতবিনিময় করেছেন এবং চিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা কড়া মনোভাব ব্যক্ত করেছে।