আমফান বিধ্বস্ত বইপাড়া পুনর্গঠনে এবার সরকারি সাহায্যের আর্জি

আমফানের দাপটে বিধ্বস্ত কলেজ স্ট্রিটের বইপাড়া। তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে উদ্যোগ নিয়েছে কয়েকটি প্রকাশনা সংস্থা। তাদের তরফ থেকে বুধবার পাবলিশার অ্যান্ড বুক সেলার অ্যাসোসিয়েশনে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখান থেকে বইপাড়ার পুনর্গঠনে সরকারি সাহায্যের আর্জি জানান উদ্যোক্তারা। তাঁদের দাবি, ঘূর্ণিঝড়ে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁরা নিজেদের মতো করে একটি তহবিল গঠন করেছেন। বইপ্রেমী মানুষদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। কিন্তু কলেজস্ট্রিটকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সরাসরি সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। না হলে এটা সম্ভব নয় বলে জানান পাবলিশার অ্যান্ড বুক সেলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।

Previous articleতারিখ-তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বিজেপির অপপ্রচারের জবাব দিলেন অতীন
Next articleঅনগ্রসর শ্রেণির শ্রমিকদের মতোই বাস কর্মচারীদের সুবিধা দেওয়া হোক, আর্জি মালিক সংগঠনের