Monday, May 19, 2025

ফের কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জঙ্গির। প্রত্যেকেই জইশ-ই- মহম্মদ গোষ্ঠীর সদস্য বলে জানা যাচ্ছে। পুলওয়ামার কঙ্গন মুরান গ্রামে জঙ্গি ঘাঁটি হয়েছে বলে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। বুধবার সকালে সেখানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে দুই বাহিনী। কিন্তু তা না করে গুলি চালায় জঙ্গিরা। এরপর ওই দু পক্ষের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের।

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের মুলতানের বাসিন্দা। আবদুল রেহমান ওরফে ফৌজি খান ২০১৭ থেকেই দক্ষিণ কাশ্মীরে বেশ তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। আইইডি বোমা বানানোতে সে দক্ষ ছিল বলে জানিয়েছে কাশ্মীরের পুলিশ।

করোনা আবহের মধ্যেও লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। মঙ্গলবার ত্রালে অপারেশনে ২ জঙ্গি নিহত হয়েছে। সব মিলিয়ে গত দু মাসে প্রায় ৪৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে জঙ্গিদের পরিচয় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করছে না পুলিশ। স্থানীয় জঙ্গি হলে বাড়ি থেকে অনেক দূরে কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version