Sunday, November 16, 2025

বাস-অটোর কর্মীরা সন্ত্রস্ত করোনার সংক্রমণ নিয়ে, অপ্রতুল পরিবহনে যাত্রীও হাতেগোনা

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

ব্যারাকপুর থেকে ডানলপ। বুধবার চিত্রটা বদলেছে। তবে এমন ভাবার কোনও কারণ নেই যে রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বাসের দেখা মিলছে । গত তিনদিন বিভিন্ন জায়গায় বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। সেই দুর্ভোগের সাক্ষী ছিল এখন বিশ্ব বাংলা সংবাদ। আজ যাত্রীরা সেভাবে পথে বের হননি। কারণ একটাই, সবাই যাচাই করে নিতে চাইছেন বাস্তব পরিস্থিতি । যার নিট ফল, বিভিন্ন রুটের যে বাসগুলি পথে দেখা গিয়েছে সেগুলিতে যাত্রী সংখ্যাও নেহাতই কম। লেকটাউন-ধর্মতলা রুটে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা।
সরকারি আশ্বাসে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস , মিনিবাস। ‘আনলক-১’ এর তৃতীয় দিনেই কিছুটা সুর নরম করেছে বেসরকারি বাস মালিক সংগঠন।
কিন্তু সংগঠনের অলিখিত নির্দেশে বাসের কন্ডাক্টরের কোনও কোনও রুটে যাত্রীদের কাছে সামান্য বেশি ভাড়া চাইছেন । অধিকাংশ যাত্রীই নূন্যতম ১০ টাকা ভাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন ২৩৪ এবং ২৩৪/১ রুটের কন্ডাক্টররা। একই পরিস্থিতি শহরের অন্যান্য রুটেও। পথে দেখা মিলেছে অল্প সংখ্যক ২৩০,৭৮, ২১৪-এ, মিনিবাসের।
এরই পাশাপাশি অটো চালকদের আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নেওয়ার কথা সরকারি তরফে জানানো হলেও নিরাপত্তার খাতিরে অধিকাংশ অটোচালক দুজনের বেশি যাত্রী তুলছেন না। কোনও কোনও অটোচালক জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের তরফেও কিন্তু তাদের দুজনের বেশি যাত্রী নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা অটো যাত্রী তাদেরও বক্তব্য, যেহেতু অটোতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা সম্ভব হচ্ছে না, সেই কারণে তারাও চান সামান্য বেশি ভাড়া হলেও সেই অর্থ ব্যয় করে মাত্র দুজন যাত্রী নিয়ে অটো নিজের গন্তব্যে যাক। সবমিলিয়ে বুধবারের যা চিত্র তাতে সরকারি নির্দেশ পরিবহণ দফতরের ঘোষণা সবকিছুকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে অটোচালক থেকে বাসচালক এমনকি বাসের কন্ডাক্টর প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি।
যদিও বাসের কন্ডাক্টররা জানিয়েছেন যে, সরকারি তরফে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ও হাতের গ্লাভস দেওয়া হয়েছে। তবুও তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত্র যে শুধুমাত্র এভাবে করোনা সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচিয়ে, তারা কতদিন পরিষেবা দিতে পারবেন।

ছবি- দেবস্মিত মুখার্জি

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...