এলাকা স্যানিটাইজ, ঘর সারাতে সাহায্যের অভিযানে কুণাল

লকডাউন চলাকালীন বিপন্নদের জন্য একাধিক কমিউনিটি কিচেনের অভিযানে সক্রিয় ছিলেন।

আনলকপর্বে নেমে পড়লেন এলাকা স্যানিটিইজ করাতে। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সহকর্মীদের নিয়ে রাস্তায়।
এছাড়া আমফানের পরের ঝড়টিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘর মেরামতে সাহায্য করা হচ্ছে অসহায় পরিবারগুলিকে।
কুণাল ধন্যবাদ জানিয়েছেন যুবনেতা মৃত্যুঞ্জয় পালকে, পরিকাঠামোগত সাহায্যের জন্য। এখানে সঙ্গে থাকছেন এলাকার যুব তৃণমূল সভাপতি জয় মুখোপাধ্যায়, ভাস্কর চৌধুরী, বাদল সর্দার, রাজা হাজরাসহ সংগঠকরা।

Previous articleআমফান তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল
Next articleবাস-অটোর কর্মীরা সন্ত্রস্ত করোনার সংক্রমণ নিয়ে, অপ্রতুল পরিবহনে যাত্রীও হাতেগোনা