আমফান তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল

সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে ক্ষতিপূরণও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

এবার আমফান ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্ধ্যায় দমদম বিমানবন্দরে ৭ জন প্রতিনিধির নামার কথা। যে দলের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব অনুজ শর্মা।

আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা মূলত, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, গোসাবা, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হেলিকপ্টারে দুটি দলে ভাগ হয়ে শুক্রবার ঘুরে দেখবেন তাঁরা।

এরপর শনিবার নবান্নে গিয়ে ওই প্রতিনিধি দল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা-সহ শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

Previous article‘রজনীগন্ধা’র সুবাস রেখে চলে গেলেন ‘চিৎচোর’
Next articleএলাকা স্যানিটাইজ, ঘর সারাতে সাহায্যের অভিযানে কুণাল