সুইগি, জোম্যাটোতে অর্ডার করলে বাড়িতে বসে মিলবে মদ!

মদের দোকানের বাইরে লাইনে দাঁড়াতে হবে না। সুরাপ্রেমীদের জন্য এবার বাড়িতেই মদ পৌঁছে দেবে সুইগি, জোম্যাটো। মদের হোম ডেলিভারির জন্য একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য আবগারি দফতর।

আবগারি দফতর সূত্রে খবর, হোম ডেলিভারির বিষয়ে জোম্যাটো, সুইগি, স্পেনসার্স ও হিপ বারের মতো চারটি সংস্থার সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে। সম্ভবত শুক্রবার থেকেই বাড়ি বসে অর্ডার করলেই মিলবে মদ।

রাজ্য সরকার প্রথমে পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের মাধ্যমে অনলাইনে মদ বিক্রি শুরু করে। কিন্তু তাতে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তাই মদ সরবরাহের জন্য বেছে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। অনলাইনে মদ অর্ডার করার জন্য সংস্থাগুলি তাদের অ্যাপে পরিবর্তন এনেছে।

Previous articleকরোনার জেরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবেন না তিন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
Next articleসি ভোটারের সমীক্ষায় চমকপ্রদ তথ্য: দেশের প্রথম ছজন মুখ্যমন্ত্রীই অ-বিজেপি