স্পাইস জেটের পাইলটকে সর্বস্বান্ত করল বাইকার গ্যাং

বাইকার গ্যাংয়ের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হলেন স্পাইস জেটের এক পাইলট। তাঁকে গান পয়েন্টে রেখে সব লুট নিয়ে গেল ডাকাতের দল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আইআইটি দিল্লি ফ্লাইওভারের কাছে।
জানা গিয়েছে, পাইলট যুবরাজ সিং টিউয়াটিয়ার গাড়ি থামিয়ে লুট করার পর তার ওপর হামলাও চালায় বাইকার গ্যাং। এই বিষয়ে দিল্লি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। ওই পাইলট কাজে যোগ দেওয়ার জন্য স্পাইস গেটের একটি গাড়িতে ফরিদাবাদের বাড়ি থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। রাত একটা নাগাদ বাইকার গ্যাং রাস্তা আটকে তার গাড়ি থামাতে বাধ্য করে ।
ওই গ্যাংয়ের মধ্য থেকে ২ জন গাড়ির কাচ ভেঙে পাইলটের দিকে বন্দুক তাক করে। একজন ছুরি ধরে তাঁর উরুতে। মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা নেওয়ার পর ছুরি দিয়ে পাইলটের উরু রক্তাক্ত করে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকার গ্যাংয়ের মূর্তিমানদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Previous articleনাড্ডার নিশানায় বাংলার সরকার
Next articleবেতন বারণ ! বৈশালীর নির্দেশে বিপাকে স্কুলগুলি