Tuesday, November 18, 2025

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল ফের শুরুর অনুমতি দিল হু

Date:

মাত্র এক সপ্তাহের মধ‍্যেই আগের নির্দেশ বদল করে করোনাভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের ট্রায়াল চালু করার অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। গত ২৫ মে হু ঘোষণা করেছিল, এই ওষুধ ব‍্যবহারে সাধারণ মানুষের শারীরিক অসুবিধা হতে পারে, এমন সম্ভাবনার ভিত্তিতে আপাতত বন্ধ করা হোক অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার। কিন্তু বিশ্বের বহু বিজ্ঞানী এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতেই আগের অবস্থান বদল করল হু। নিজেদের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়ে হু জানিয়ে দিল, এই ওষুধের পরীক্ষামূলক ব‍্যবহার বা ট্রায়াল থামানোর কোনও কারণ পাওয়া জায়নি।

প্রসঙ্গত, কোভিডের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে ‘ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে গত মাসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এই ওষুধ দিলে তাঁদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একথা প্রকাশিত হওয়ার পরে হু এই নিষেধাজ্ঞা জারি করেছিল। হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস আডানম ঘেব্রেইসাস জানিয়েছিলেন, দুনিয়াজুড়ে বিভিন্ন দেশে কোভিডের চিকিৎসার জন্য যে সলিডারিটি ট্রায়াল গ্রুপ তৈরি হয়েছে, অর্থাৎ যাঁরা স্বেচ্ছায় বিভিন্ন ওষুধের ট্রায়ালে রাজি হয়েছেন, তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ এই সংক্রান্ত এক্সিকিউটিভ গ্রুপ সমস্ত সেফটি ডেটা বিবেচনা করে দেখছে। অর্থাৎ যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের শরীরে ড্রাগের কী ধরনের প্রভাব পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ওষুধগুলোর ট্রায়াল চলছে। কিন্তু আশঙ্কার সপক্ষে যথেষ্ট প্রমাণ না মেলায় শেষ পর্যন্ত স্থগিতাদেশ তুলে নিল হু।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version