মেহগনি গাছ পুঁতলেন অভিনেতা দেবশঙ্কর হালদার, নামও দিলেন গাছের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হেদুয়া পার্কে বৃক্ষদান ও আপৎকালীন পরিষেবা প্রদান কর্মসূচি পালন করে৷ অনুষ্ঠানে ১৫০ জন মানুষের হাতে খাদ্যসামগ্রী ও চারাগাছ তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠনের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা৷

মূল অনুষ্ঠানে অভিনেতা দেবশঙ্কর হালদার তিনটি মেহগনি গাছ রোপন করেন৷ তিনি গাছ তিনটির নামও দিয়েছেন, কল্পতরু, আশাতরু এবং বনলক্ষী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদার, অধ্যাপক প্রদীপ মহাপাত্র, অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, অধ্যাপক শ্যামল চক্রবর্তী, তপন সাহা, উৎপল দত্ত, শেখ সোলেমান ও বিশিষ্ট ক্রীড়াবিদ উৎপল চট্টোপাধ্যায় ৷

Previous articleবিধায়কদের ভোট প্রস্তুতির বার্তা, দুষ্টুমি করলে কড়া শাস্তির হুঁশিয়ারি নেত্রীর
Next articleবিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগিয়ে যা বললেন নগরপাল