মৃতের শরীরেও সক্রিয় থাকে করোনা!  

করোনায় আক্রান্ত হয়ে মৃতের দেহে কতক্ষণ জীবাণুটি সক্রিয় থাকে ?

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে মৃত্যুর পর প্রথম ৩ ঘণ্টা ওই মৃতের সংস্পর্শে আসা প্রবল বিপজ্জনক। তবে করোনা রোগী মারা যাওয়ার তিন ঘণ্টা পর ওই মৃতদেহে আর ভাইরাসটি আর সক্রিয় থাকে না। এরপর আর মৃতদেহ থেকে এই ভাইরাস ছড়ানোর কোন আশঙ্কা নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, এটা প্রমাণিত হয়নি যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ থেকে সুস্থ কোনও ব্যক্তির মধ্যে করোনাভাইরাস ছড়ায়। তবে এই বিষয়ে আরও গবেষণা চলছে। বিবিসি জানাচ্ছে এই খবর। মৃতদেহ বডি ব্যাগ বা পাওয়া পলিথিনে মুড়ে স্থানান্তর করা যায়। তারপর দাহ অথবা কবর দেওয়া যায় । তবে প্রতি ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন প্রয়োজন।
এই প্রসঙ্গে ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত বেড়ে হয় ৩ লক্ষ ৮৮ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৩১ লক্ষের বেশি।

Previous articleসাংসদদের PA-রা আপাতত ঢুকতে পারবেন না সংসদে, নির্দেশিকা জারি
Next articleভারতের অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজন, আসছে অগ্নি-৫