করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজাবীন। দুজনকেই করাচির একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই কারণে দাউদের রক্ষী ও অন্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাকিস্তানের করাচিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান।
প্রসঙ্গত,
দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরেই করাচির বাসিন্দা । যদিও পাকিস্তান তা অস্বীকার করে। দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে। কেননা ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে তাদের প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়। ২০০৩ সালে ভারত ও আমেরিকা দাউদদে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে। আমেরিকার এফবিআইও দাউদকে বিশ্বের দশ মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে।
