সব রাজ্যকে ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিক ফেরাতেই হবে : সুপ্রিম কোর্ট

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে নিতেই হবে ১৫ দিনের মধ্যে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেবে সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছে, শুধু পরিযায়ী শ্রমিকদের ফেরালেই চলবে না, তাঁদের কী ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে এবং কাজের ব্যবস্থা করা হচ্ছে তার হিসেবও রাখতে হবে। রাজ্যে রাজ্যে শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Previous articleকরোনায় আক্রান্ত দাউদ ! করাচির সামরিক হাসপাতালে ভর্তি
Next articleচিন থেকে সরে জার্মান জুতো কোম্পানি ভারতে, প্রচুর কর্মসংস্থান