ফের দলমার দাঁতালের তাণ্ডব ঝাড়গ্রামে। এবার দাঁতালের দল উঠে এল রাজ্য সড়কে! আর এই কারণে দীর্ঘ 3 ঘন্টা স্তব্ধ হয়ে গেল যান চলাচল। ঝাড়গ্রাম জেলার লোধাসুলি থেকে ঝাড়গ্রাম জেলা শহরে আসা 5 নম্বর জাতীয় সড়কে রীতিমত তাণ্ডব চালাল দলমার দাঁতাল। লরি থেকে গাড়ি রেহাই পাইনি দাঁতালের তাণ্ডব থেকে।

উল্লেখ্য, কখনও ধান জমি, কখনও আমবাগান নষ্ট করা করেছে দাঁতালের দল। এবার সব পেরিয়ে রাজ্য সড়কে। এদিন বহুক্ষণ তাণ্ডব চলিয়ে জঙ্গলে চলে যায় দাঁতালের দল।