কেরলের হাতি-খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে৷ আর একজন আপাতত আটক৷

কেরলের বনমন্ত্রী কে রাজু
শুক্রবার এই খবর জানিয়েছেন৷ তিনি বলেছেন, বিস্ফোরকযুক্ত ফল খাওয়ার পরেই এক গর্ভবতী বন্য হাতি বেদনাদায়ক মৃত্যুর শিকার হয়েছিল৷ সেই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেরলের
পালক্কদে এই ঘটনা ঘটে৷ বনমন্ত্রী বলেছেন, কেরলের বন দফতর এই ঘটনার তদন্তের জন্য ৩টি দল গঠন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তও করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
