চন্দ্রগ্রহণ আজ, এই প্রথম ৩০ দিনে ৩ গ্রহণ ঘটতে পারে প্রাকৃতিক বিপর্যয় !

জুন এবং জুলাইয়ে ৩০ দিনের মধ্যেই এবার দেখা যাবে তিনটি গ্রহণ। ৫ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ দেখা যাবে।

কয়েকশো বছরের মধ্যে এই প্রথম মাত্র ৩০ দিনের মধ্যে ৩টি গ্রহণ দেখা যাবে। ৩০ দিনের মধ্যে তিনটি গ্রহণের কারণে কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। আজ ৫ জুন শুক্রবার প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ এবং ৫ জুলাই হবে আরও একটি চন্দ্রগ্রহণ।

৫ জুন অর্থাত্‍ শুক্রবারের চন্দ্রগ্রহণটি তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে থাকবে। ২১ জুনের সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। আংশিক গ্রহণমুক্তি ঘটবে বেলা ১২.১০ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণমুক্তি ঘটবে বিকেল ৩.০৪ মিনিটে। তিনটি গ্রহণ সম্পর্কে জানা গিয়েছে এমনটাই।

Previous articleসিএসসির কাছে এক মাস বিল মুকুবের আবেদন উত্তরপাড়ার বিধায়কের
Next articleতৃণমূল সাংসদের কোভিড রিপোর্ট নেগেটিভ