বাংলায় ফিরেছেন ৮ লক্ষ শ্রমিক, শীর্ষ আদালতে জানাল সরকার

বাংলায় ফিরেছেন ৮ লক্ষ পরিযায়ী শ্রমিক- শীর্ষ আদালতে জানাল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরত নিচ্ছে না বলে অভিযোগ করেছিল বিরোধীরা। সেই প্রেক্ষিতে তথ্য দিয়ে জানতে চাই সুপ্রিম কোর্ট। শুক্রবার, রাজ্য সরকার জানিয়েছে, এ পর্যন্ত বাংলায় ফিরেছেন ৮ লক্ষ শ্রমিক। আর ভিন রাজ্যের প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার পরিযায়ী শ্রমিক বাংলা থেকে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। আরও ২৭ হাজার মানুষকে ফেরাতে ১৭টি ট্রেনের আর্জি জানানো হয়েছে।

শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৩ জুন পর্যন্ত দেশের প্রায় ১ কোটি পরিযায়ী শ্রমিক নিজের জায়গায় ফিরেছেন।
বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এ দিন রাজ্যগুলিকে বলেছে, গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের সুযোগ তৈরি করা হোক।

Previous articleকরোনা চিকিৎসার জন্য হাইকোর্টের দ্বারস্থ পরিবার, শুনানির আগে মৃত্যু বৃদ্ধের
Next articleদিল্লির ED সদর দফতরে করোনা হানায় ৬ অফিসার পজিটিভ, দফতর বন্ধ