Tuesday, August 26, 2025

বিঘের পর বিঘে জমি জলের তলায়। সবুজে ঘেরা চাষের জমি হারিয়ে গিয়েছে কোথায়! পচা গন্ধ ছড়িয়েছে চারপাশে। নোনা জলে পচে গিয়েছে ফসল। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের সংগ্রামপুর, ইটিন্ডা— সর্বত্র একই ছবি। ক’‌দিন আগেও মাঠ ভরে ছিল ধানে। পটল, ঝিঙে, ঢেঁড়স, উচ্ছে, তরমুজ, শসা। টানা লকডাউনের মধ্যেও সবজিখেত থেকেই গ্রাসাচ্ছাদন চলছিল বেশ। অনটন মালুম হয়নি।

সোনালি ধানখেত, সবুজ সবজিবাগান— সব এখন জলের তলায় নিশ্চিহ্ন। প্রায় না খাওয়া অবস্থায় চাষি পরিবারগুলির। ত্রাণের খাবার তাঁদের একমাত্র ভরসা এখন।
বসিরহাট ১ ব্লকের সংগ্রামপুর–শিবহাটি পঞ্চায়েত। এই এলাকার পটল, ঝিঙে, লঙ্কা, কলা ,কচু, শাক জেলার বিভিন্ন বাজারে যায়। কামারডাঙা, সংগ্রামপুর, মেরুদণ্ডী, শিবহাটি, লবঙ্গ গ্রামের সবজিখেত ছারখার করে দিয়েছে আমফান। কয়েক মাস আগে বুলবুল এসে এই গ্রামের সব ফসল তছনছ করে দিয়েছিল। পরপর জোড়া ধাক্কায় মাথায় হাত এলাকার কৃষকদের। কয়েকজন কৃষকের অবস্থা আরও করুণ । তাঁরা জমি লিজ নিয়ে ঋণ করে ওল, লালশাক, কচু, বেগুন, রাঙা আলু চাষ করে এখন সর্বস্বান্ত। কী করে ঋণ শোধ করবেন ভেবে পাচ্ছেন না।

অন্যদিকে হাসনাবাদের পাটলিখানপুর, ঘুনি, ঘেরিপাড়া, খাঁপুকুর এলাকার মাছচাষের একেবারে দফারফা করে গেছে আমফান। আমফানের পর বাঁধের কাজ চলতে চলতেই আবার পূর্ণিমার কোটালে রায়মঙ্গল, কালিন্দী, ডাঁসা, ইছামতীতে জল ঢুকে পড়ল গ্রামে। হাসনাবাদের পাটলিখানপুর পঞ্চায়েতের টিয়ামারিতে কোটালের জল আবার বাঁধের মাটি ভাসিয়ে নিয়ে গেছে। হাউলি পাড়া, খাঁপুকুর, ঘুনি, বেলিয়াডাঙা গ্রামে এখন জোয়ার–ভাটা খেলছে। বুক সমান জল ঠেলে, কিংবা ভেলায় চেপে পাকা রাস্তায় এসে ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version