Tuesday, May 6, 2025

বলিউড  শাহেনশাহ অমিতাভ বচ্চনকে চিনতে পারছেন না ভক্তরা ! এ কখনও সম্ভব নাকি!  কিন্তু বাস্তবে তো তাই দেখা যাচ্ছে।

এবার আসা যাক আসল কথায়,  সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানিয়েছেন  বিগ বি।  লকডাউনেরও মধ্যে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। পরিচালক সুজিত সরকারের বহুল চর্চিত ছবি ‘গুলাবো সিতাবো’ এবার ওয়েবে মুক্তি পেতে চলেছে। সূত্র থেকে জানা গেছে, আগামী ১২ জুন অ্যামাজন প্রাইমে ছবিটি দেখা যাবে। আর ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল ছবিতে অমিতাভ বচ্চনের মেকওভার ভিডিও। এই ভিডিও দেখে রীতিমতো অবাক তাঁর ভক্তরা। তাঁকে যে একেবরেই চেনাই যাচ্ছে না।


বর্তমানে সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ছবিতে অমিতাভকে দেখে যেন চেনায় যাচ্ছে না। কিছুদিন আগেই ছবির সেট থেকে নিজের একটি টাচআপের ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার মেক ওভারের ভিডিও।

ছবিতে মির্জার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। বচ্চনের প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই লুকের আসল রহস্যই তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। পরিচালক আগেই জানিয়েছিলেন  এই ছবি গল্প একদমই ভিন্ন।

 

এই ছবি বলিউডকে নয়া গল্প উপহার দেবে। ছবিটি মূলত বাড়ির ভাড়াটে ও মালিককে কেন্দ্র করে করা হয়েছে। ছবি নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলেই আসছে। ছবিতে পুরো অন্য লুকে নজর কেড়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বহুদিন আগে নয়া লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ।সুজিত সরকারের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল আয়ুষ্মানের।ছবিতে অমিতাভের সঙ্গে বলি অভিনেতা আয়ুষ্মান খুরানাকেও দেখা যাবে।

সম্প্রতি করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিয়েও বারেবারে শিরেনামে এসেছেন অমিতাভ। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে শ্যুটিং বন্ধ। অনেক ছবি নির্মাতারা তাই বেছে নিচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ।ডিজিটালে এই প্রথম মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি। অপেক্ষায় আছেন ভক্তরা।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version